সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার চলমান সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। গতকাল বিকালেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণলয়। 

জনপ্রশাসন সচিব শেখ ইউসূফ হারুন গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উ™ভূত পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ১২ ও ১৩ এপ্রিল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। সব মিলিয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ ছুটিতে থাকবে। এ ছুটি চলাকালীন জরুরি পরিসেবা বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ারসর্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেটের ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য নয়। একইভাবে কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সরঞ্জাম, নিত্যপণ্য, জরুরি, নিত্যপ্রয়োজনীয় জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান এবং হাসপাতাল এ ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে। এর আগে গত ২৩ মার্চ মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর গত বুধবার দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ায় সরকার। এবার তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো সাধারণ ছুটি। ইতিমধ্যে বাংলাদেশ বিমান গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, আান্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে ১৪ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে একটি সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি আরও দীর্ঘায়িত হতে পারে। তবে এখনি এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে এবারের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ঘটা করে না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে দিয়েছেন। সরকারিভাবেও সিদ্ধান্ত হয়েছে এ দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দফতরকে বৈশাখের আনুষ্ঠানিকতা বাতিলের চিঠিও দিয়েছে ইতিমধ্যে। অন্যদিকে ১৪ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারের সব লেনদেনও বন্ধ থাকবে।

সর্বশেষ খবর