সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনার কারণে ব্যাংক তারল্য সংকটে পড়বে না

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে ব্যাংক তারল্য সংকটে পড়বে না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, করোনা সংকটেও সুষ্ঠুভাবে অর্থের সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিলের আকার বৃদ্ধি করেছে। ফলে ব্যাংকিং খাত তারল্য সংকটে পড়বে না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ছিল, সেটা বাড়িয়ে ৫ বিলিয়ন করা হয়েছে। পাশাপাশি এ ফান্ডের সুদহার ২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। গত ১ এপ্রিল থেকে তফসিলি ব্যাংকসমূহের নগদ জমার হার (সিআরআর) হ্রাস করে সাপ্তাহিক গড় ভিত্তিতে ৫ শতাংশ করা হয়েছে। ইতিপূর্বে তা ৫ দশমিক ৫ শতাংশ ছিল। দেশে তফসিলি ব্যাংকগুলোতে ৬ হাজার ৫০০ কোটি টাকা অতিরিক্ত জমা থাকবে। যা দিয়ে তারা তারল্য মেটাবে। ফজলে কবির আরও বলেন, ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। যার ফলে ব্যাংকগুলোকে তারল্য জোগান দিতে কম ব্যয় করতে হবে। সাধারণ ছুটি চলাকালীন জনগণের নগদ অর্থের চাহিদা মেটানোর জন্য সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হয়েছে। ক্রেডিট কার্ডে মে পর্যন্ত কোনো ধরনের জরিমানা না করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গভর্নর ফজলে কবির বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান তথা পোশাক শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতার পাঁচ হাজার কোটি টাকার তহবিলের সার্কুলার ইতিমধ্যেই জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 এ তহবিল থেকে চলতি মাসের বেতন এপ্রিলের ৩০ তারিখেই দেওয়া হবে।

সর্বশেষ খবর