মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শিল্প ও সেবা খাতকে ঘুরে দাঁড়াতে প্রণোদনা ভূমিকা রাখবে : জাসদ

নিজস্ব প্রতিবেদক

করোনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সচল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপ করোনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে ঘুরে দাঁড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রণোদনা প্রদানের উদ্দেশ্য যেন কোনো আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি ও দুর্নীতির কারণে ব্যাহত না হয়- তার জন্য সরকার ও প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর