মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় মৃতদের দাফনে কোনো ভয় নেই

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃতদের দাফনে কোনো ভয় নেই

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে কোনো ভয় নেই। তিনি বলেন, আক্রান্ত মানুষের মৃত্যু হলে নির্ভয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন। কারণ মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না।

গতকাল তিনি এক বিবৃতিতে এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে  গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর