বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রূপপুর প্রকল্পের কর্মকর্তাদের ফিরিয়ে নিল রাশিয়া

জিন্নাতুন নূর

করোনাভাইরাস সংক্রমণের নিরাপত্তাজনিত কারণে পাবনার ঈশ্বরদীতে কর্মরত রূপপুর পারমাণবিক প্রকল্পের রুশ নাগরিকদের ফিরিয়ে নিয়েছে রাশিয়া সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, করোনাভাইরাসের কারণে এই প্রকল্পে কর্মরত ১৪৮ জন রুশ কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তার জন্য সোমবার একটি চার্টার ফ্লাইটে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে  নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার লক্ষ্যে সরকারের অন্য মেগা প্রকল্পগুলোর মতো রূপপুর প্রকল্পের কাজও সব স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।  রোসাটমের কর্মকর্তা আলেক্সি লিখাচেভ জানান, বর্তমান করোনাভাইরাসের মহামারীর কারণে রাশিয়ার বাইরে বিভিন্ন বিদেশি প্রকল্পগুলোতে কর্মরত সব রুশ কর্মকর্তা-কর্মচারীকে রাশিয়ায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ার ১৭৮ কর্মকর্তা-কর্মচারীকেও ৬ এপ্রিল দেশে ফিরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, দেশের বাইরে কর্মরত তাদের সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করা রোসাটম কর্তৃপক্ষের কর্তব্য। রূপপুর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ৬ এপ্রিল প্রথম ফ্লাইটে যে রুশ নাগরিকরা ঢাকা ছেড়েছেন তারা প্রকল্পের ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে ছিলেন। রাশিয়ার ফিরে যাওয়ার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা করোনা পরিস্থিতির কারণে এ মুহূর্তে তাদের পরিবারের কাছে ফিরে যেতে চাইলে তাদের রাশিয়ায় পাঠানো হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, করোনা সংক্রমণের কারণে সরকারের পক্ষ থেকে বড় প্রকল্পগুলো স্থগিত করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এজন্য অন্য মেগা প্রকল্পগুলোর মতো রূপুপুর প্রকল্পের কাজও বর্তমানে নিয়ম মতো এগিয়ে চলছে। সংক্রমণ প্রতিরোধে রূপপুরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছে এবং তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।  রূপপুর প্রকল্পের দায়িত্বশীল সূত্র জানান, এই কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই স্বাভাবিক রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় রাশিয়ায় ফেরত গেছেন। আবার কিছুসংখ্যক করোনা পরিস্থিতির কারণে তাদের পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে যারা স্বেচ্ছায় রাশিয়া গেছেন তারা সবাই নিজ কর্মস্থলে ফিরে আসবেন। এতে রূপপুর প্রকল্পের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। বর্তমানে প্রকল্পটিতে দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন যাদের অধিকাংশই রুশ নাগরিক। জানা যায়, নিরাপত্তার অংশ হিসেবে এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের প্রচুর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও হাইজিন পণ্য প্রদানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়াও প্রকল্পটির সব স্থাপনা ও যানবাহনগুলোতে অব্যাহতভাবে জীবাণুমুক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ খবর