বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাজেদের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

মাজেদের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের দ- কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হলেই তার দন্ড কার্যকর করা হবে। গতকাল গুলশানে নিজ আবাসিক অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিলেন মাজেদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তার মৃত্যুদন্ড হয়েছে। পরবর্তীতে আপিল  আদালতে এ দন্ড নিশ্চিত হয়।

আইনমন্ত্রী আরও বলেন, গতকাল ভোর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালতের আদেশে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

যেহেতু ক্যাপ্টেন মাজেদ ভারত থেকে এসেছেন, এ অবস্থায় কারাগারে তাকে নিয়ে করোনার ঝুঁকি রয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ক্যাপ্টেন মাজেদ ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাকে কারাগারে নির্জন সেলে রাখা হবে। অন্য কোনো আসামির সঙ্গে তার কোনো সংযোগ থাকবে না। এ কারণে তাকে নিয়ে করোনার ঝুঁকির কোনো আশঙ্কা নেই।

সর্বশেষ খবর