বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাজারে ঢুকতে-বেরোতে হাত ধোয়ার ব্যবস্থা চাই

প্রতিদিন ডেস্ক

বাজারে ঢুকতে-বেরোতে হাত ধোয়ার ব্যবস্থা চাই

‘করোনা সংক্রমণ রুখতে বাজারে ঢোকা ও বেরোনোর সময় যাতে সবার হাত ধোয়ার ব্যবস্থা থাকে, সেটা নিশ্চিত করতে হবে। স্যানিটাইজারের রাখা গেলে ভালো হয়। কয়েকটি দেশ এ ব্যবস্থা চালু করে উপকৃত হয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ঠেকাতে বাধ্যতামূলকভাবে দূরত্ব বজায় রাখতে হবে। বাজারে দাঁড়ানোর জায়গা চিহ্নিত করার পাশাপাশি বিক্রেতার সামনে ইট রেখে মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে বাধ্য করা উচিত।’ এই পরামর্শ দিয়েছেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায়। তিনি গত মঙ্গলবার করোনা-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকারগঠিত বৈশ্বিক উপদেষ্টা পরিষদের (গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড) সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন। আনন্দবাজার জানায়, এ সময় বোর্ড সদস্যদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এই পরিষদের সদস্য আটজন। শীর্ষে আছেন অভিজিৎ ব্যানার্জি। ড. অভিজিৎ বলেন, করোনার সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।  যেখানে সংক্রমণের আশঙ্কা বেশি। সেখানে বেশি করে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা দরকার।

মমতা ব্যানার্জির উদ্দেশে অভিজিৎ বলেন, যেসব জায়গায় সংক্রমণের আশঙ্কা আছে, সেখানে বেশি করে পরীক্ষা করা দরকার। হাঁচি-কাশির তথ্য পেলে দ্রুত পরীক্ষা করাতে হবে। এতে হবে কী, সংক্রমণ ছড়ানোর আগেই সেখানে  পৌঁছানো সম্ভব হবে। হঠাৎ অনেক জায়গায় অনেকে সংক্রমিত হলে সমস্যা বাড়বে। তিনি আরও বলেন, ‘এখন  তো আপনাদের অতটা চাপ নেই। তাই এসব ব্যবস্থা করা  যেতে পারে। বাজার কমিটিগুলোকে পানি-সাবানের ব্যবস্থা করতে বলুন। দরকার হলে মানুষের কাছ থেকে অনুদান নিন।’ অভিজিৎ ব্যানার্জিকে আশ্বস্ত করে মমতা জানান, রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সরকার  মোবাইল অ্যাপ তৈরি করেছে। তিনি বলেন, কেন্দ্রের ত্রাণ তহবিলে অনেকেই হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ত্রাণ কমিটিতে তেমন অনুদান আসছে না। কারণ এই রাজ্যে অত শিল্পপতি বা ধনী মানুষ নেই। তাই  যে যেমন পারছেন, সহযোগিতা করছেন। এসব দিয়েই সব করার চেষ্টা চালাচ্ছে সরকার।  বৈশ্বিক উপদেষ্টা পরিষদে অভিজিৎ ছাড়াও রয়েছেন পশ্চিমবঙ্গ অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আঞ্চলিক প্রধান স্বরূপ সরকার, যুক্তরাষ্ট্রের সিডিসির সাবেক কর্ণধার টম ফ্রেডেন, বিশ্বব্যাঙ্কের অর্থনীতিবিদ জিষ্ণু দাস, সাবেক আইএএস অফিসার জেভিআর প্রসাদ রাও, ইউএনএআইডিএসের কমিউকেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ দুবে। পর্ষদের আহ্বায়ক চিকিৎসক অভিজিৎ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর