রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ঘর থেকে বের হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

সাধারণ ছুটি চলাকালে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার যে আদেশ দেওয়া হয় তাতে সামান্য সংশোধনী এনে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জারি করা সংশোধিত আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাটডাউন চলাকালে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো অবস্থাতেই কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এমন কি এ সময়ে কোনো রকম জরুরি কাজেও কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এ সময়ে ঘরের দরজা, বাসার গেট সম্পূর্ণ বন্ধ  থাকবে। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আগে যে আদেশ দিয়েছিলাম তাতে সামান্য সংশোধনী এনেছি। আগের আদেশে বলা হয়েছিল, সন্ধ্যা ৬টার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এর সঙ্গে এবার যুক্ত করা হয়েছে সকাল ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তিনি জানান, আমরা যে আদেশ দিয়েছি তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে অবস্থান করতে হবে।

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ ব্যবস্থা চলবে জানিয়ে গতকাল দেওয়া  ছুটির আদেশে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই আদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঘোষিত সরকারি ছুটির সময় সব গণমাধ্যমকে জরুরি সেবার আওতায় আনা হয়েছে। এতদিন শুধু সংবাদপত্রকে জরুরি সেবার আওতায় রাখা হয়েছিল। গতকালের সংশোধিত আদেশে সব গণমাধ্যমকে জরুরি সেবার আওতায় আনা হয়েছে। সংশোধিত আদেশে ‘সংবাদপত্র’ শব্দের স্থলে গণমাধ্যম (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া) প্রতিস্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে চার দফায় সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে।

সর্বশেষ খবর