মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক ঘণ্টার সংসদ অধিবেশন বসছে ১৮ এপ্রিল

অংশ নেবেন ৬০ এমপি

নিজস্ব প্রতিবেদক

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মাত্র এক ঘণ্টার জন্য বসতে যাচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। অধিবেশনের কোরাম পূরণের জন্য উপস্থিত থাকবেন ৬০ জন এমপি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার এমন হচ্ছে। আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় সর্বকালের স্বল্প সময়ের এই অধিবেশন বসবে। যা শেষ হবে মাগরিবের নামাজের বিরতির আগেই। এই অধিবেশনে কোনো আইন উত্থাপনও করা হবে না, পাস করা হবে না। সংসদ সচিবালয় সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরই মধ্যে যেসব সদস্য অধিবেশনে উপস্থিত থাকবেন তাদের তালিকা করে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। অধিবেশন চালাতে ন্যূনতম কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নির্ধারণ করে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়া এমপিদের বসার সিট প্ল্যানও করা হচ্ছে ব্যতিক্রমীভাবে। এমপির বসায় দূরত্ব বজায় রাখতে দুই বা তিন সিট পরপর আসন নির্ধারণ করা হয়েছে। সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সংবিধান মোতাবেক যেহেতু একটি অধিবেশন শেষ হলে ৬০ দিনের মধ্যে পুনরায় অধিবেশন বসতে হয়। সে কারণে মহামান্য রাষ্ট্রপতি আগামী ১৮ এপ্রিল সংসদ অধিবেশন আহ্বান করেছেন। কোরাম পূরণের বিষয়টি মাথায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে যত কমসংখ্যক এমপিকে নিয়ে অধিবেশন করা যায় সেভাবে চেষ্টা করছি।

সংসদ সচিবালয় জানায়, এবারের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে আনুষ্ঠানিকতা মাত্র। সবকিছু আগে থেকে ঠিক করে স্বল্প সময়ের মধ্যে শেষ করা হবে কমিটির বৈঠক। যারা যারা অংশ নেবেন ইতিমধ্যে তাদের সংসদ অধিবেশনে যোগ দিতে বলা হয়েছে। টেলিফোন পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাকে সংসদে যোগদানের জন্য বলা হয়েছে। আমি যোগদান করব।

সর্বশেষ খবর