শিরোনাম
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তানে বাংলাদেশি আইএস নেতা গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে বাংলাদেশি আইএস নেতা গ্রেফতার

মোহাম্মদ তানভীর

ইসলামিক স্টেট (আইএস) খোরাসানের দুই শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। তাদের একজন বাংলাদেশের অধিবাসী মোহাম্মদ তানভীর। খবর, খামা প্রেসের। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ থেকে দাবি করা হয়, আটক দুই নেতার মধ্যে তানভীর আইএসের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ছিলেন। তিনি পাকিস্তানের  পাঞ্জাব প্রদেশের অধিবাসী ঈসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায়, আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। তিনি আইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। এদিকে তানভীরের পাশাপাশি আরেক শীর্ষ আইএস নেতা আলী মোহাম্মদকে গ্রেফতার করেছে আফগানিস্তান। জানা যায়, পাকিস্তানি এই নাগরিক জঙ্গি সংগঠনটির রশদ সরবরাহ নিশ্চিতের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইএসের অর্থনৈতিক সহায়তা লাভের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন।

সর্বশেষ খবর