বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঢাকা ছাড়লেন ২১৪ জন কানাডিয়ান

কূটনৈতিক প্রতিবেদক

করোনাভাইসের মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থায় ঢাকা ছেড়েছেন কানাডার ২১৪ জন নাগরিক। মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ওই কানাডীয় নাগরিকরা ঢাকা ছাড়েন। এর আগে সোমবার বাংলাদেশে অবস্থানরত ৩২৮ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরে যান। গত শুক্রবার ১২৩ জন জার্মান নাগরিক এবং ৬ এপ্রিল ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, মহামারী রোধ করার চেষ্টায় বিশ্বের অধিকাংশ অংশে এখন নিয়মিত  ফ্লাইট চলাচল বন্ধ। ফলে বাংলাদেশ থেকে এই বিদেশি নাগরিকদের এখন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হচ্ছে। জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও তিন দফায় মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে চলতি মাসের শুরুতে জাপান দূতাবাসের একটি ভাড়া করা উড়োজাহাজে জাপানের ৩২৫ জন নাগরিক দেশে ফিরে যান। মালয়েশিয়ার একটি উড়োজাহাজে করে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় তাদের ১৩৯ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন।

সর্বশেষ খবর