শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অবৈধ অভিবাসীরাও পেলেন করোনা প্রণোদনা

লাবলু আনসার, নিউইয়র্ক

ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য নগদ অর্থ এবং খাদ্য সহায়তার কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত ১৫ এপ্রিল। উল্লেখ্য, করোনায় আক্রান্ত আমেরিকানদের জন্য প্রণোদনা-চেক এবং বেকার ভাতা প্রদানের সিদ্ধান্ত হলেও অবৈধভাবে বসবাসরত প্রায় সোয়া কোটি অভিবাসীর জন্য কোনো অর্থ সহায়তা ছিল না। এ অবস্থায় অভিবাসীবান্ধব রাজ্য হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া বরাদ্দ করেছে ৭৫ মিলিয়ন ডলার। সংগ্রহ করা হচ্ছে আরও ৫০ মিলিয়ন ডলার। কাগজপত্রহীন দেড় লাখ পরিবারের প্রতি পরিবারকে সর্বোচ্চ এক হাজার ডলারের চেক ইস্যু করছেন ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নর। একইভাবে নিউইয়র্ক সিটিতে বসবাসরত পাঁচ লক্ষাধিক অবৈধ অভিবাসীসহ করোনায় আক্রান্ত অসহায় মানুষের জন্য রান্না করা খাবার বিতরণের লক্ষ্যে ১৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। পশ্চিম এবং উত্তরের এ দুটি স্টেটে প্রায় একই সঙ্গে এমন কর্মসূচি ঘোষণার ফলে করোনায় আক্রান্ত লোকজনের মধ্যে স্বস্তি এসেছে। উল্লেখ্য, উ™ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৈধ-অবৈধ সব অধিবাসীর জন্য প্রণোদনা চেক ইস্যু প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তা এড়িয়ে যান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিবাসী এবং রিফিউজিদের নিয়ে কর্মরত প্রাইভেট গ্রুপ ‘গ্র্যান্টম্যাকার্স’ আরও ৫০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে ক্যালিফোর্নিয়ার অবৈধ অভিবাসীদের কল্যাণে। ইতিমধ্যেই ৫.৫ মিলিয়ন ডলার জমা হয়েছে ‘ক্যালিফোর্নিয়া ইমিগ্র্যান্ট রিসাইলেন্স’ ফান্ডে। এদিকে, করোনা-কবলিত লোকজনকে (বৈধ-অবৈধ নির্বিশেষে) খাদ্য প্রদানের জন্য নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ১৭০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন। ‘উ™ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক মানুষ আইসোলেশনে রয়েছেন। অনেকে শিশু সন্তান রেখে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে অবরুদ্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন। এমন শ্রেণির প্রতিটি মানুষই চরম সংকটে দিনাতিপাত করছেন। খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় নিউইয়র্ক সিটি প্রশাসন নির্লিপ্ত হয়ে থাকতে পারে না। আমরা রান্না করা খাবার বিতরণ করব প্রতিটি ক্ষুধার্ত পরিবারে। এ কর্মসূচি কীভাবে সফল করা যায় তা নিয়ে ইতিমধ্যেই একদল মানুষ কাজ শুরু করেছেন- ১৫ এপ্রিল নিয়মিত প্রেস ব্রিফিংকালে উল্লেখ করেন মেয়র ব্লাসিয়ো। মেয়র বলেন, কঠিন একটি পরিস্থিতির মুখোমুখী নিউইয়র্ক সিটির ৮৬ লাখ মানুষ। ডেমোক্র্যাটিক পার্টির এ মেয়র বলেন, অনেক আগে থেকেই যারা ক্ষুধার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন, তারা তৎপর রয়েছেন। তবে এবারের অকল্পনীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বহু মানুষ অভাবে পতিত হয়েছেন। আমরা একজন মানুষকেও অভুক্ত অবস্থায় থাকতে দেব না। মেয়র বলেন, আগে প্রতি বছরই প্রায় ১২ লাখ মানুষ খাদ্য সংকটে থাকতেন। বর্তমানে এ সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন না খেয়ে রাত কাটাচ্ছে। মেয়র বলেন, চলতি মাসে এক কোটি খাবারের বক্স বিতরণ করা হবে ক্ষুধার্তদের মধ্যে মে মাসে তা দেড় কোটিতে পরিণত হবে। পবিত্র রমজানে মুসলমানরাও পাবেন এ খাদ্য সহায়তা। এ জন্য কমিউনিটি লিডারদের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

সর্বশেষ খবর