শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জ্বর সর্দি কাশিতে আরও মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বাড়ছেই। একদিকে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অন্যদিকে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। গতকাল এমন অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাপ্ত খবরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, বাড়িতে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকে মারা যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা পজিটিভ ফল আসছে। অধিকাংশ ক্ষেত্রে এসব মৃতদেহ দাফনে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হচ্ছে স্বজনদের। বিভিন্ন জেলা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মো. আসাদুজ্জামান (২৪) নামের এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় মিতু (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়। হাসপাতালের ফ্লু কর্নারের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে গতকাল আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি অ্যাজমার রোগী ছিলেন। সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া রূপসা উপজেলার কাজদিয়া থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। গতকাল দুপুরে তার মৃত্যু হয়। তারা করোনা আক্রান্ত ছিল কিনা তা জানতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। সিলেট : সিলেটে জ্বর, সর্দি-কাশি নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। গত বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে নিয়ে যান তার স্বজনরা। তিনি জ¦র, সর্দি ও কাশিতে ভোগায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টায় ৪০ বছর বয়সের ওই নারীর মৃত্যু হয়। এর আগে করোনা আক্রান্ত সন্দেহে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসোলেশনে স্থানান্তর করেন। এদিকে করোনা আক্রান্ত এক ব্যক্তির তথ্য গোপন করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পুরুষ মেডিসিন ওয়ার্ডে (ইউনিট-৩) ভর্তির ঘটনা গত বৃহস্পতিবার রাতে জানাজানি হওয়ায় রাতেই ওই ওয়ার্ডটি সাময়িক লকডাউন এবং ওই ইউনিটের চিকিৎসক-নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নওগাঁ : সম্প্রতি ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণপাড়ায় আসা এক ব্যক্তি গতকাল সকালে মারা গেছে। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পরদিন তার মৃত্যুকে কেন্দ্র করে নওগাঁ শহরে আতঙ্ক দেখা দিয়েছে। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, নওগাঁ শহরের চকদেব জনকল্যাণপাড়া বি ব্লক এলাকার জনৈক মাহবুব আলম করোনা উপসর্গ নিয়ে গত ১৫ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তার অবস্থার অবনতির সংবাদ পেয়ে ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরই মধ্যে গতকাল তিনি মারা যান। এর ফলে জেলা প্রশাসনের পক্ষে তার পরিবারের সবাইকে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করা হয়েছে এবং মৃত ব্যক্তির লাশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে দাফন করা হয়েছে। চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে তিনি মারা যান। নিউমোনিয়ার শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার এ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্টে পজিটিভ আসে। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের নির্দিষ্ট জায়গায় তাকে দাফন করা হয়। বগুড়া : বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে সর্দি, জ¦র, কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার দুই ঘণ্টা পর মারা গেলেন রিকশাচালক এনামুল (৪২)। তার বাড়ি বগুড়া সদরের সাবগ্রাম চাঁন্দুপাড়ায়। মৃত্যুর পরপরই তার বাড়িটিই লকডাউন করা হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সর্দি, কাশি, জ্বর নিয়ে শহরতলি সাবগ্রাম চাঁন্দুপাড়ার এনামুল নামের একজন ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর রাত ৮টায় তার মৃত্যু হয়। কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার মধ্যরাতে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৮ মাসের কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, ব্রঙ্কিউলাইটিস নিউমোনিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানা যায়। শিশু ও তার নানীর নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। রাঙামাটি : রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত রোগে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম থুই চাসিং মারমা (২১)। শুক্রবার সকালে রাজস্থলী উপজেলর বাঙ্গালহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ১২ দিন আগে চট্টগ্রাম থেকে রাঙামাটির রাজস্থলী নিজ বাড়িতে আসে থুই চাসিং মারমা। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সারা রাত জ¦র আর শরীর ব্যথায় ছটফট করে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। রাঙামাটি রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলা অং মার্মা জানান, মৃত যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কুমিল্লা : কুমিল্লার হোমনায় করোনার উপসর্গ নিয়ে নুসরাত তাথৈ নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মাথাভাঙা ইউনিয়নের বিজয়নগর থেকে শিশুটিকে সর্দি, জ¦র ও  শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে করোনা সন্দেহ হলে শিশুটিকে উন্নত চিকিৎসার উদ্দেশে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়। বিজয়নগরের ওই বাড়িসহ পাশর্^বর্তী আরও কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। তারা ঢাকায় থাকত। শিশুটির মা অন্তঃসত্ত্বা অবস্থায় ২০-২৫ দিন আগে ঢাকা থেকে বাবার বাড়ি হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের বিজয়নগর গ্রামে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর