শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

গুলিবিদ্ধ ১, অভিযুক্ত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের এমপি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত ও মাহিন উদ্দিন মহিম (৩৪) নামে আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই কিশোর কুমার মন্ডলকে (৩৩) গতকাল দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া থেকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। ঘটনার প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সে যা করেছে তা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। একজন হত্যাকারী হিসেবে তার যে শাস্তি পাওয়ার কথা, আইন প্রয়োগকারী সংস্থা সে ব্যবস্থাই নিচ্ছে।’ এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায়ই তারা এলাকায় আড্ডা দিতেন। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়ার লায়ন হাবিবের একটি পতিত বালুর মাঠে তারা আড্ডা দেন। পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জেরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মাহিনকে গুলি করা হয়। এতে শহিদের বুকে ও পিঠে গুলি বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান এবং মাহিনের পেটে ও বুকের এক পাশে গুলি বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মাহিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এএসআই কিশোর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রটেকশন বিভাগে চাকরি করে প্রায় ১০ বছর ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যান হিসেবে নিয়োজিত আছেন। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে। গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতে ঘোরাঘুরির এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ফাঁকা জায়গায় নিয়ে এএসআই কিশোর দুই যুবককে গুলি করেন। এর সঙ্গে ব্যক্তিগত আক্রোশের বিষয় রয়েছে। তা ছাড়া কিশোরের স্ত্রীর সঙ্গে আহত মাহিনের সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে। আমরা সবকিছু মাথায় রেখেই কাজ করছি। এ ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘ঘটনার দিন কিশোর কুমার আমার ডিউটিতে ছিল না। তবে এ অপরাধের জন্য আমি তার সর্বোচ্চ শাস্তি কামনা করি।’

সর্বশেষ খবর