রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জাতীয় ঐক্য ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব  বিপন্ন হবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশিরা দ্রুত দেশত্যাগ করায় করোনা বাস্তবতা চরম সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। করোনা সংকটের ভয়াবহতা এবং এর স্বরূপ  উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় সরকার দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এ সংকট মোকাবিলা করতে চাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লৌহকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, শুধু দলীয় দৃষ্টিভঙ্গির কারণে সে ঐক্য বিনষ্ট হওয়ায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে।

বর্তমানেও করোনার ভয়াবহতায় জনগণের  মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে  সরকারের দলীয় মানসিকতায় সে ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই জরুরিভিত্তিতে রাজনৈতিক দল, পেশাজীবী,  সমাজশক্তি নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ছাড়া জাতির অস্তিত্ব  মারাত্মক হুমকিতে পড়বে। দোষারোপের রাজনীতি, আত্মম্ভরিতার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দ্রুত উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর