সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিদেশে আরও ৯ বাংলাদেশির মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে ৭, যুক্তরাজ্যে ১ এবং কানাডায় ১ জন।

আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি জানিয়েছেন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমিদাতা, ট্রাস্টি ও ভাইস  চেয়ারম্যান বিশিষ্ট  কমিউনিটি নেতা রউফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘ ১৬ দিন যুদ্ধ করে  ১৭ এপ্রিল লন্ডন সময় রাত ১০টায় কুইন্স হাসপাতালে মারা যান।  তিনি দক্ষ সংগঠক হিসেবে যুক্তরাজ্য কমিউনিটিতে পরিচিত ছিলেন।  তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমরান আহমেদের স্ত্রীর বড় ভাই। তার গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে। কানাডা প্রতিনিধি জানিয়েছেন, মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টরন্টোতে আরও এক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম শওকত আলী। তিনি বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে টরেন্টো ইস্ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শওকত আলী তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টোর উপদেষ্টামন্ডলির সদস্য ছিলেন। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে টরেন্টো ও অটোয়াতে ৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নতুন করে ৭ মৃত্যু নিয়ে মোট বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।

সর্বশেষ খবর