মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
নওগাঁয় আক্রান্ত নিয়ে বিভ্রান্তি

আইইডিসিআর বলছে আক্রান্ত, স্থানীয় স্বাস্থ্য বিভাগের না

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির নাম ও বয়স নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই প্রথম নওগাঁর এক ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বলা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি বলা হচ্ছে আত্রাই উপজেলায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, ওই নাম ও বয়সের কোনো ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

গতকাল সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, রবিবার রাত ৯টার দিকে আইইডিসিআর থেকে ই-মেইল পাঠানো হয়। তাতে নওগাঁ থেকে পাঠানো ৩৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফল আছে। ওই প্রতিবেদনে নওগাঁর আত্রাই উপজেলার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে বলা হয়েছে। কিন্তু যে নাম ও বয়স দেখানো হয়েছে, তা নওগাঁ থেকে পাঠানো নমুনার সঙ্গে মিল নেই। এর পরও নাম ও বয়সের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা পুনরায় পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলের ল্যাবে পাঠানো হবে। ওই যুবকের বাড়ি আত্রাই উপজেলায়। এর আগে ১২ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সিভিল সার্জন বলেন, যে যুবকের নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে, তিনি ঢাকার দোহার থেকে ৯ এপ্রিল নওগাঁয় গ্রামের বাড়িতে যান। শুরু থেকেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনো তার হোম কোয়ারেন্টাইন শেষ হয়নি। তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর