বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সড়কে গাছ ফেলে চাঁদাবাজি

টাঙ্গাইল প্রতিনিধি

সড়কে গাছ ফেলে চাঁদাবাজি

সড়কে গাছ ফেলে চাঁদাবাজির অভিযোগ ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউনের নামে সড়কে বাঁশের বেড়া ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রশাসনের কঠোর নির্দেশ সত্ত্বে রাস্তা থেকে সরানো হচ্ছে না বেড়া। বিপাকে পড়েছেন বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা।

গতকাল মির্জাপুর পৌরসভার সাহাপাড়া বাবুবাজার, সাহাপাড়া-কুতুববাজার, পাকুল্যা, আজগানা, পাথরঘাটা, পেকুয়া, লতিফপুর, টাকিয়াকদমাসহ বেশ কয়েকটি এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব রাস্তা-ঘাট দিয়ে জরুরি প্রয়োজনে লোকজন চলাচল করতে গেলে তাদের বাধা দেওয়াসহ বিভিন্নভাবে নাজেহাল করার অভিযোগ উঠেছে। পাকুল্যা-লাউহাটি রোড, কদিমধল্যা-মহেড়া রোড, পাথরঘাটা-পেকুয়া রোড, মির্জাপুর-ভাওড়া রোড, কুতুববাজার-ওয়ার্শি রোড, কুরনি-ফতেপুর রোডসহ বিভিন্ন স্থানে ছোট ছোট যানবাহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। রাস্তা-ঘাটে গাছের গুঁড়ি ও বাঁশের বেড়া দিয়ে লকডাউন করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর