শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধা স্থগিত, আদেশে ট্রাম্পের স্বাক্ষর

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধা স্থগিত, আদেশে ট্রাম্পের স্বাক্ষর

নাগরিক/ গ্রিনকার্ডধারীদের নিকটাত্মীয়দের অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার পথ বন্ধ করা হলো ৬০ দিনের জন্য। ২২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশ অনুযায়ী ২২ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

করোনাভাইরাসের তা-বে সোয়া দুই কোটি আমেরিকান বেকার হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে নতুন অভিবাসীদের আগমণ আপাতত বন্ধ করা হলো। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিকরা যাতে বেকার না থাকে সে জন্য এমন পদক্ষেপ নিতে হলো। কারণ, আমি সবসময়ই আমেরিকানদের স্বার্থে নিজেকে নিয়োজিত রেখেছি। বিদ্যমান লকডাউন উঠিয়ে নেওয়ার পরই সব আমেরিকান যাতে কাজ পায় সে জন্যই এটি করা হলো। শুধু তাই নয়, নাগরিকদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতেও আপাতত নতুন লোক আসার প্রয়োজন নেই। ৬০ দিনের আলোকে পরবর্তীতে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতেও পারে বলে উল্লেখ করেন ট্রাম্প।

সর্বশেষ খবর