শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিগারেটের ধোঁয়া গায়ে লাগার দ্বন্দ্বের জেরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো মোহাম্মদ শাহীন এবং মোহাম্মদ জাহিদ। বৃহস্পতিবার রাতে সীতাকুন্ড উপজেলা সদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, সিগারেট খাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা  যায়, কয়েকদিন আগে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝাগড়া হয়। এ ঘটনাটি সমাধানের কথা বলে কিশোর গ্যাং নেতা ইমাম হোসেন, তারেক, তৈয়ব, আইয়ুব গ্রুপ জাহিদ ও শাহীন গ্রুপকে রেললাইন এলাকায় আসতে বলে। আসার পর পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই কিশোর গ্যাং ধারালো অস্ত্র নিয়ে এসে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহীন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের চমেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত দুুইটায় জাহিদ এবং গতকাল সকাল ৭টায় শাহীন মারা যায়। এ ঘটনায় আশিকুর ইসলাম রকি, বাহার হোসেন, মো. হোসেনসহ চারজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ দুইজন নিহতের বিষয়টি স্বীকার করে বলেন, তুচ্ছ কথা কাটাকাটিতে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকু  মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর