শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আজ সরকারকে কিট হস্তান্তর করব

নিজস্ব প্রতিবেদক

আজ সরকারকে কিট হস্তান্তর করব

সরকারের অনুমোদনের জন্য কিট হস্তান্তরের সবকিছুই প্রস্তুত বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বিকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন- ‘কভিড-১৯ শনাক্তকরণ কিট অনুমোদনের জন্য সরকারের কাছে আগামীকাল (শনিবার) জমা দেব।’ বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গেরিলা কমান্ডার মেজর (অব.) এটিএম  হায়দার মিলনায়তনে  টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠান হবে। সরকারসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সামনে  টেস্টিং কিট তুলে ধরা হবে। সরকারকে ১০০টি স্যাম্পল দেব। সরকার অনুমোদন দিলে প্রাথমিকভাবে ১০ হাজার কিট হস্তান্তর করা হবে। এরপর পর্যায়ক্রমে এক লাখ থেকে ২ কোটি কিট হস্তান্তর করাও সম্ভব।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঔষধ প্রশাসন, আইইডিসিআর, বিএসএমএমইউ, আইসিডিডিআরসহ বিভিন্ন সংস্থাকে দেব। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের সিডিসিসহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধিদের কাছেও এই কিট পরীক্ষা ও মতামত দেওয়ার জন্য একই দিন হস্তান্তর করব। তিনি বলেন, সরকারের অনুমতি নিয়ে আমাদের চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। আজই তা গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের ল্যাবরেটরিতে এনে আমাদের উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ ডট ব্লট’ কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে যে, ওসব রক্তের রোগী করোনায় আক্রান্ত কিনা। গত ১১ এপ্রিল সরকারের কাছে গণস্বাস্থ্য কিটের নমুনা হস্তান্তরের কথা থাকলেও আগের দিন কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে সেই অনুষ্ঠান বাতিল করে গণস্বাস্থ্য কেন্দ্র। ডা. জাফরুল্লাহ বলেন, সরকারের কাছে স্যাম্পল হস্তান্তর করার পর ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইনাল অনুমোদন দিলে আমরা এই কিট বাজারে ছাড়ব। প্রথম দফায় ১০ হাজার কিট এবং পরে এক লাখ কিট বাজারে দিতে পারব বলে আমরা আশাবাদী।

গত ৫ এপ্রিল চীন থেকে জরুরি ভিত্তিতে কাঁচামাল (রি-এজেন্ট) আনার পর এই কিট তৈরির প্রক্রিয়া শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রথম দফায় যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনার উদ্যোগ নিলেও বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চীন থেকে গত শনিবার এই কাঁচামাল নিয়ে আসে তারা। পরে যুক্তরাজ্য থেকেও কিটের কাচামাল আসে।

সর্বশেষ খবর