রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অলিগলিতে আড্ডার তথ্য র‌্যাবকে জানান

নিজস্ব প্রতিবেদক

অলিগলিতে আড্ডার তথ্য র‌্যাবকে জানান

র‌্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পাড়া-মহল্লার অলিগলিতে অনর্থক আড্ডা হলে র‌্যাবকে জানান। এমন তথ্য পেলেই সেখানে যাবে র‌্যাবের মোবাইল টিম। কেবল প্রধান সড়ক নয়, অলিগলিতেও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করবেন র‌্যাব সদস্যরা। এর বাইরে জঙ্গি, মাদক ব্যবসায়ী আর দুর্বৃত্তদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এলিট ফোর্সের প্রধান। বলেছেন, চলমান করোনা মহামারীর সময়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো করোনা পরিস্থিতি ও মাহে রমজানে র‌্যাবের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন র‌্যাবপ্রধান চৌধুরী মামুন। র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন বলেন, কেউ যেন করোনা পরিস্থিতির সুযোগ নিতে না পারে সে জন্য র‌্যাবের ইন্টিলিজেন্স ইউনিট পুরোদমে সক্রিয় আছে। করোনাকালীন সব ধরনের অপরাধ প্রবণতা পর্যবেক্ষণ করা হচ্ছে। ৮ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩২ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করা হয়। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অব্যাহত আছে গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে অব্যাহত আছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত ২৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ২৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা। নকল ও নিম্নমানের স্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন পণ্য তৈরি ও মজুদ রাখার অপরাধে ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রধান সড়কগুলোতে সামাজিক দূরত্ব বজায় থাকলেও অলিগলিতে তা মানা হচ্ছে না এবং সেখানে র‌্যাব-পুলিশের টহলও নেই। সাংবাদিকদের এমন এক প্রশ্নে র‌্যাব ডিজি বলেন, এ রকম কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় র‌্যাবকে জানান। এ ছাড়া এখন থেকে গলিগুলোতেও পেট্রোল টিম বৃদ্ধি করা হবে।

গুজবের বিষয়ে সবাইকে সতর্ক করে র‌্যাবপ্রধান বলেন, করোনা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। অনেকে আবার না বুঝে সেগুলো লাইক বা কমেন্ট করে বিনা অপরাধে আইনের আওতায় চলে আসছেন। তাই তথ্য যাচাই-বাছাই না করে এ ধরনের পোস্টে লাইক বা শেয়ার না করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরুতে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, পিয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে। সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়ায় সে চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাত্রাবাড়ীসহ বিভিন্ন আড়তে অভিযান চালানো হয়। দেওয়া হয় ১ কোটি ৩২ লাখ টাকা অর্থদন্ড। চৌধুরী মামুন বলেন, সারা বিশ্ব আজ করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশের প্রায় ৫৭টি জেলায় করোনাভাইরাসের বিস্তার ঘটেছে। সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর দেওয়া ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি লকডাউন অব্যাহত রাখতে হবে। পুলিশ, চিকিৎসক, নার্স ও সেনাসদস্যদের সঙ্গে একযোগে কাজ করছেন র‌্যাব সদস্যরা। এ ছাড়া করোনার বিস্তার রোধে গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এ পর্যন্ত ১২ হাজার পরিবারকে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য সহায়তা করা হয়েছে। দেওয়া হয়েছে জীবাণুমুক্তকরণ বিভিন্ন উপকরণ। সিরাজগঞ্জের খামারিদের সহায়তা হিসেবে তাদের কাছ থেকে ৩৫ হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়েছে র‌্যাব সদস্যদের জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর