মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সবকিছু স্বাভাবিক হওয়ার পরই স্কুল কলেজে যাবে শিক্ষার্থীরা : দীপু মনি

আকতারুজ্জামান

সবকিছু স্বাভাবিক হওয়ার পরই স্কুল কলেজে যাবে শিক্ষার্থীরা : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। তাই সবকিছু স্বাভাবিক হওয়ার পরই স্কুল-কলেজে যাবে ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, করোনাভাইরাসের দুর্যোগ কেটে যাওয়ার আগেই যদি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে পাঠানো হয় তবে উপসর্গ ছাড়াই অনেক শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়ানোর পাশাপাশি আক্রান্ত শিক্ষার্থীরা বাড়িতে বাবা-মাসহ আত্মীয়স্বজনের মধ্যেও ছড়িয়ে দিতে পারে এ রোগ। তাদের মাধ্যমে রোগ বেশি ছড়ানোর আশঙ্কা থাকে। কারণ স্কুল-কলেজ খোলা রেখে কোনোভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে না। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার বিকল্প নেই।

মন্ত্রী বলেন, ‘যে সংকট শুরু হয়েছে তাতে আমরা বলতে পারছি না যে কবে এটি শেষ হবে। সেটি জানলে সে হিসেবে ব্যবস্থা নিতাম। যেহেতু অনিশ্চয়তা রয়েছে তাই শিক্ষার্থীদের স্কুলে পাঠানো যাচ্ছে না। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে টানা সেপ্টেম্বর পর্যন্তই বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।’ তিনি বলেন, ‘যেভাবে সংসদ বাংলাদেশ টেলিভিশন ও অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটি চলমান থাকবে। আর রমজান ও ঈদের পরে এসব ক্লাসের পরিসীমা আরও বিস্তৃত করা হবে। আরও কীভাবে শিক্ষার্থীদের পাঠদান করা যায় সেসব নিয়েও ভাবছি আমরা। আমাদের পরিকল্পনার মধ্যে অনেক কিছুই রেখেছি। অনলাইন ও টেলিভিশনে যেসব শিক্ষার্থীকে রিচ করা যাচ্ছে না তাদের কীভাবে রিচ করা যায় সেটি নিয়েও চিন্তাভাবনা করছি। অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও অনলাইনে পাঠদান চলছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের দিকে চলে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যত দিন পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ছাড়া প্রতিষ্ঠানে পাঠাতে না পারব, তত দিন তাদের পড়াশোনাটা এভাবেই চালিয়ে নেব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক ছাত্র-ছাত্রীর পরীক্ষা আটকে গেছে। এসব পরীক্ষা নির্ভর করবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত পরিবর্তনও করতে হতে পারে। আমরা সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসরণ করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর