বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সর্দি জ্বর কাশিতে আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে গতকাল দেশের বিভিন্ন স্থানে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা ও দিনাজপুর জেলার বাসিন্দা। মৃতদের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কেউ মারা গেছেন বাড়িতেই। মৃতদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্দি-কাশি-জ্বর, শ্বাসকষ্টে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা পজেটিভ আসছে। অনেকের আসছে নেগেটিভ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক অটোরিকশা চালক (২০) মারা গেছেন। তার বাড়ির আশপাশের সব বাড়ি লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে। উপজেলার বামনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজী বাড়িতে তার মৃত্যু হয়। খুলনায় করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর (২৪) মৃত্যু হয়েছে। তার বাড়ি পিরোজপুরের দক্ষিণ জীব বটতলা এলাকায়। দিনাজপুরের খানসামায় করোনার উপসর্গ নিয়ে মেরিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মেরিনা খাতুনের (২২) বাড়ি খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামে। এ ছাড়া জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। তাদের মধ্যে একজন কিশোরীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদিকে সর্দি, জ্বর, হাঁচি, কাশি, গলাব্যথা থাকলে অন্য রোগের চিকিৎসা করাতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ  রোগীরা। ব্যক্তিগত নিরাপত্তার অভাবে অনেক চিকিৎসক করোনার উপসর্গ থাকা রোগীর কাছে যাচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন গাইনি, ক্যান্সার, হার্ট ও ডায়াবেটিকের রোগীরা। অনেক রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করতে করতেই প্রাণ হারাচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর