শিরোনাম
শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

খাদ্য সংকটে বড় ঝুঁকি দেখা দিতে পারে

নিজস্ব প্রতিবেদক

খাদ্য সংকটে বড় ঝুঁকি দেখা দিতে পারে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে দেশে খাদ্য সংকটে বড় ধরনের ঝুঁকি দেখা দিতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে এক পঞ্চমাংশ মানুষের খাদ্য সংকট প্রকট আকার ধারণ করবে। এ সংকটে সার্ভিস খাতসহ অনানুষ্ঠানিক খাতের সবাই কর্মহীন হয়ে পড়ছে। রিকশাওয়ালা, ফেরিওয়ালা, ভাসমান শ্রমিক ও উদ্বাস্তু জনগোষ্ঠীসহ কয়েক কোটি কর্মহীন মানুষ এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। এ বিপুল পরিমাণ মানুষের খাদ্য নিরাপত্তা ও নগদ সহায়তা এবং কাজে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ জরুরি। এদের সামাজিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে। এ সংকট মোকাবিলার জন্য দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের সামনে সাত দফা কর্মসূচি তুলে ধরেন। আ স ম রব প্রস্তাবিত সাত দফা কর্মসূচি হলো- সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে হতদরিদ্র কর্মহীন অসহায় মানুষের তালিকা প্রণয়ন, এলাকাভিত্তিক তালিকা প্রকাশ, গার্মেন্টের চাকরিহারা শ্রমিক ও বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন, সব সমাজশক্তি ও রাজনৈতিক দলের অংশগ্রহণ ও প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর কর্তৃত্বে ত্রাণ বিতরণ নিশ্চিতকরণ, খাদ্য সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিত ‘জাতীয় কমিটি’ গঠন, ত্রাণের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ এবং কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য উপজেলাভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা ও মাইক্রো ক্রেডিট কর্মসূচি বাস্তবায়ন। আর এ সাত দফা কর্মসূচি গ্রহণ করলে ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে পারবে বলেও তিনি মনে করেন।

সর্বশেষ খবর