শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

জ্বর সর্দি কাশি নিয়ে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে গতকালও দেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা বরিশাল, চট্টগ্রাম ও চুয়াডাঙ্গার বাসিন্দা। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতরা সাতক্ষীরা, নেত্রকোনা ও পাবনার বাসিন্দা। মৃতদের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কেউ মারা গেছেন বাড়িতেই। সর্দি-কাশি-জ্বর, শ্বাসকষ্টে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা পজিটিভ আসছে। অনেকের আসছে নেগেটিভ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, গতকাল আড়াই ঘণ্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ রোগী করোনা পজিটিভ হলেও নারীর নমুনা পরীক্ষায় করোনা পাওয়া যায়নি। তবে ওই নারী সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে নিজ বাড়িতে এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বাড়ায় গতকাল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরিবারের লোকজন ওই রোগীকে রাজশাহী না নিয়ে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়েছে গত বুধবার রাতে। তিনি দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে সর্দি, জ্বর, হাঁচি, কাশি, গলাব্যথা থাকলে অন্য রোগের চিকিৎসা করাতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। করোনা শনাক্তের সনদ না থাকায় মৃত্যুপথযাত্রী রোগীরও ভর্তি নিচ্ছে না করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো। আবার করোনা নেই এমন সনদ না থাকায় অন্য হাসপাতালগুলোও নিচ্ছে না ভর্তি। এ পরিস্থিতিতে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। গতকাল এক চিকিৎসকের ফেসবুক স্ট্যাটাসে এমনই এক হৃদয়বিদারক ঘটনা সামনে আসে। রাজধানীতে অন্তঃসত্ত্বা এক সিজারের রোগী ঢাকা মেডিকেল, কুর্মিটোলা হাসপাতালসহ ছয় হাসপাতাল ঘুরে কোথাও চিকিৎসা না পেয়ে অবশেষে সোহরাওয়ার্দী হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান।

সর্বশেষ খবর