রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় ছয় সদস্যের কমিটি

বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে তিন বিজ্ঞানীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের সঙ্গে গতকাল বৈঠক করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের তিন বিজ্ঞানী। এরপর গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র?্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে এ কমিটির প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, এই কমিটি দ্রুত কাজ শুরু করবে। বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে কিট গবেষণা দলের সমন্বয়কারী ড. মহিব উল্লাহ খোন্দকার, বিজ্ঞানী ড. বিজন কুমার শীল ও ড. আদনান ফাহাদ অংশ নেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কমিটির সঙ্গে আজ আবারও বৈঠক অনুষ্ঠিত হবে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের। বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তরসহ প্রয়োজনীয় সবকিছুই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হবে। এদিকে গতকাল সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যেই আমাদের কিট সম্পর্কে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় মতামত দেবে। এ সময়ের মধ্যে আমাদের উদ্ভাবিত কিট নিয়ে সব তথ্যই কমিটিকে দেওয়া হবে। ইতিবাচক সাড়া পেলেই আমরা বৃহৎ পরিসরে কিট উৎপাদন শুরু করব।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) গণস্বাস্থ্যের কাছে কিট চেয়েছে। আমরা আশা করছি, বুধবার সিডিসিকে ৮০০ কিট দেব। কিটের ব্যাপারে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গণস্বাস্থ্যের যোগাযোগ হয়েছে।

সর্বশেষ খবর