রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

২০ দিন পর জনসম্মুখে কিম

প্রতিদিন ডেস্ক

২০ দিন পর জনসম্মুখে কিম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ২০ দিন পর জনসম্মুখে এসে একটি সার কারখানার প্লান্টের উদ্বোধন করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরে কিমের ফিতা কাটার ও উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বসে থাকার ছবিও প্রকাশ করেছে। সূত্র : রয়টার্স। খবরে বলা হয়, গত শুক্রবার কিমকে জনসম্মুখে দেখে লোকজন গগনবিদারী ‘হুররে’ উল্লাস ধ্বনিতে ফেটে পড়েন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত ওই কারখানাতে কিমের সঙ্গে তার বোন কিম ইয়ো জংসহ সরকারের বেশ কজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা তার বক্তৃতায় কারখানার উৎপাদন ব্যবস্থাপনায় সন্তোষ জানান এবং দেশের রাসায়নিক শিল্প ও খাদ্য উৎপাদনে সার কারখানাটির অবদানের প্রশংসা করেন। উল্লেখ্য, দাদা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকী ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিমের অনুপস্থিতির পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। শুক্রবারের আগে উত্তর কোরীয় গণমাধ্যমগুলোতেও ১২ এপ্রিলের পর কিমের জনসম্মুখে আসার আর কোনো খবর ছিল না। পক্ষত্যাগী উত্তর কোরীয়দের একটি ওয়েবসাইটে হৃৎপিন্ডের অপারেশনের পর কিম অসুস্থ থাকতে পারেন বলে অনুমান করা হলে, ওই ওয়েবসাইটের সূত্রেই যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ‘কিম গুরুতর অসুস্থ’ ‘অচেতন হয়ে আছেন’ বলে খবর প্রকাশ করে। এ বিষয়ে গভীর নজর রাখা হচ্ছে- মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এমন মন্তব্য গণমাধ্যমের জল্পনাকে আরও উসকে দেয়। বিবিসি বলছে, ২০১৪ সালের সেপ্টেম্বরেও একটি কনসার্টে উপস্থিত থাকার পর টানা ৪০ দিন কিম জনসম্মুখে আসেননি। এ সময় তিনি কী করেছেন, কোথায় ছিলেন রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কোনো খবরও ছিল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর