সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

এক দিনে ১১৩ পুলিশ আক্রান্ত

ফায়ার সার্ভিসের ৯ জন

নিজস্ব প্রতিবেদক

পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত সদস্যের সংখ্যা দাঁড়াল ৮৫৪। গত শনিবার পর্যন্ত আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ৭৪১। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল পর্যন্ত সারা দেশে পুলিশের এক হাজার ২৫০ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ৩১৫ জন। করোনায় আক্রান্ত ৫৭ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ৯ জন আক্রান্ত : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয় কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এদের একজনকে হোম কোয়ারেন্টাইন এবং বাকি আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এরা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে সাতজন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের। তাদের সবাই এখনো ভালো আছেন। তাদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

সর্বশেষ খবর