সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণে চরম অনিয়ম চলছে

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ বিতরণে চরম অনিয়ম চলছে

করোনাযুদ্ধে সাহসী ভূমিকা অব্যাহত রাখতে গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপির এই মংুখপাত্র বলেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ সময় সুযোগ পেলেও সরকারের অপরিণামদর্শী আহম্মকির কারণে বাংলাদেশে করোনার আঘাত এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। রিজভী আহমেদ বলেন, করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করে নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে সারা দেশে চরম অনিয়ম চলছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, মুখ চিনে সরকারি দল করে এমন লোকজনকে ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে। বেশির ভাগ জায়গায় প্রকৃত অসহায় দুস্থরা বঞ্চিত হচ্ছেন। বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, তারা জনগণের পাশে দাঁড়ায়নি- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি কৃষকের ধানখেতকে বিনোদনের জায়গা বানায়নি। ফটোসেশন করতে গিয়ে আওয়ামী লীগ নেতারা পাকা ধানের বদলে কাঁচা ধান কেটে জাতির কাছে যে তামাশার পাত্র হয়েছেন, সেটি বেমালুম ভুলে গেছেন তথ্যমন্ত্রী।

সর্বশেষ খবর