শিরোনাম
মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

করোনা সন্দেহে ৫তলা থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ওসি আক্রান্ত, রংপুরে থানা লকডাউন

নিজস্ব প্রতিবেদক

করোনা সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। এ ছাড়া রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করোনা আক্রান্ত হয়েছেন। এ জন্য কোতোয়ালি থানা ভবন আপাতত লকডাউন করা হয়েছে। থানার কার্যক্রম অন্য ভবনে স্থানান্তরের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, গতকাল ভোরে ঢাকার খিলগাঁও থানার তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাসার নিচ থেকে এসবির  কনস্টেবল তোফাজ্জল হোসেনের (৩৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচতলা বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কনিকায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। অতিরিক্ত চিন্তার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। কনস্টেবল তোফাজ্জলের স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এরপর বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। ভবনের অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে। স্বজনরা জানান, কনস্টেবল তোফাজ্জলের স্ত্রী আয়েশা আক্তার এবং দুই মেয়ে তাসফিয়া মিম (১৪) ও মৌ (১২)-কে নিয়ে ওই বাসায় থাকতেন। রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুরে রবিবার নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ওসি রয়েছেন। ওই থানার সব কাজ পাশের দুটি ভবন থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানা ভবনও আপাতত লকডাউন থাকবে। ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের কিংবা থানায় যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য থানার সবাইকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।

সর্বশেষ খবর