বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

সরকার আছে শুধু টেলিভিশনে

নিজস্ব প্রতিবেদক

সরকার আছে শুধু টেলিভিশনে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের ‘পিক-টাইমেই’ সরকার গার্মেন্টসহ দোকানপাট খুলে দেওয়ার মতো ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে গুরুতর সময়ে এসে লকডাউন শিথিল করে গণহারে করোনাভাইরাস সংক্রমণের পথ খুলে দিয়েছে সরকার। ভয়ানক এই সিদ্ধান্তের পরিণতির জন্য সরকারকে এককভাবেই দায়ী থাকতে হবে। সরকার এখন আছে শুধু টেলিভিশনে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় বিএনপি নেতা রিয়াজউদ্দিন নসু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন। গত রবিবার স্থায়ী কমিটির অনলাইন বৈঠকে আলোচনার পর দলের বিভিন্ন পর্যালোচনার কথা তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে কোনো জবাবদিহিতা না থাকার কারণেই লকডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তারা। তিনি বলেন, বাজার একটু করতেই হবে মানুষকে। এটা বন্ধ করা ঠিক হবে না। মানুষকে সচেতন করেই এই ব্যবস্থাটা করতে হবে। কিন্তু গার্মেন্ট সেক্টরে সৃষ্ট ঝুঁকির সঙ্গে দোকানপাট খুলে দেওয়ার ফলে সম্ভাব্য ঝুঁকি আগুনে ঘি ঢালার মতো কাজ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর