বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

আরও এক পুলিশ সদস্য, উপসর্গ নিয়ে মৃত্যু সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

আরও এক পুলিশ সদস্য, উপসর্গ নিয়ে মৃত্যু সাংবাদিকের

করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। গতকাল সকাল সাড়ে ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় ছয় পুলিশ সদস্যের মৃত্যু হলো। এদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সময়ের আলো পত্রিকার আরেক সংবাদ কর্মী মাহমুদুল হাকিম অপু মারা গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা এখনো জানা জায়নি। গতকাল সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানানোর পরই জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এর আগে ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার স্ত্রী ও বড় ছেলে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এক হাজার ১৯০ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্য থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে রয়েছেন এক হাজার ৮৯ জন। কোয়ারেন্টাইনে এক হাজার ২৬০ জন। জানা গেছে, আক্রান্তদের অর্ধেকই ডিএমপির। গতকাল পর্যন্ত এখানে ৫৭৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর পুলিশের যে ছয়জন মারা গেছেন তাদের সবাই ঢাকার বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। গতকাল মারা যাওয়া রঘুনাথ রায়ের বাড়ি লক্ষ্মীপুরে। পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক ভিডিও বার্তায় বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পুলিশের অনেক গর্বিত সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় সর্বশেষ একজন এএসআই শ্রী রঘুনাথ রায় মারা গেছেন। দেশ ও মানুষের জন্য তার এই আত্মত্যাগ অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ পুলিশ। তার এই মৃত্যুতে তার এই আত্মত্যাগে আমরা অত্যন্ত শোকাহত। এ ছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। তাদের সুযোগ-সুবিধা প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করছি। চিকিৎসা সুবিধা থেকে মানসিক সাপোর্ট সব কিছুই।

সর্বশেষ খবর