শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

সর্বোচ্চ ১৩ মৃত্যু এক দিনে

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ ১৩ মৃত্যু এক দিনে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন, যা গতকালের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন। দেশের কভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তবে মৃত্যুর তথ্য পরে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০৭ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ৭৭১। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৫০ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন করা হয়েছে ২ হাজার ৩৩১ জনকে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৪ হাজার ৩১ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর ছয়জন রাজধানীর বাসিন্দা, তিনজন ঢাকা বিভাগের ও চারজন চট্টগ্রাম বিভাগের। আটজন পুরুষ ও পাঁচজন নারী। এর মধ্যে ষাটোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব দুজন ও ১১ থেকে ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, চার স্বাস্থ্যসহকারীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৪৪ জন। নওগাঁয় নতুন করে ঢাকাফেরত দুই নারীসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৫৩ জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ১১ জন। বগুড়ায় নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট শনাক্ত ২৯ জন। কুমিল্লায় নতুন করে আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১১৬ জনের। ফেনীতে নতুন করে এক উপজেলা (সংরক্ষিত) ভাইস চেয়ারম্যান ও দুই কিশোরীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত সাতজন। কক্সবাজারের চকরিয়ায় এক কলেজছাত্রের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। দিনাজপুরে ২৪ ঘণ্টায় দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের।

সর্বশেষ খবর