শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

দেশে এ মাসেই আসতে পারে রেমডেসিভির

দ্বিতীয় দফা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন যুক্তরাষ্ট্রে

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধক ‘রেমডেসিভির’ বাংলাদেশে তৈরি হয়ে চলতি মাসেই বাজারে আসতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একটি ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমডেসিভির করোনাভাইরাসের চিকিৎসায় সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হলেও রোগ নিরাময়ে এর শতভাগ গ্যারান্টি এখনো নেই। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদফতর কয়েকটি ওষুধ কোম্পানিকে রেমডেসিভির তৈরির অনুমোদন দিয়েছে। কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এসকেএফ, ইনসেপটা, স্কয়ার, বীকন, হেলথকেয়ার, একমি ও পপুলার ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে বেক্সিমকো আর এসকেএফের কাজ অনেকদূর এগিয়েছে। এ মাসের মধ্যেই তারা তাদের পণ্য বাজারে ছাড়বে। এই ভ্যাকসিনের দামের ব্যাপারে এসকেএফের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বিবিসিকে জানান, যেসব রোগীর অবস্থা গুরুতর, তাদের ব্যবহারের জন্য মূলত এই ওষুধ। পাঁচ দিন ও দশ দিন- এই দুই ধরনের মেয়াদে বা কোর্সে ওষুধটি প্রয়োগ করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ কর্তৃপক্ষ। যারা পাঁচ দিন ধরে চিকিৎসা নেবেন তাদের জন্য রেমডেসিভিরের ৬টি ভায়াল, আর দশ দিনের চিকিৎসা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১১টি ভায়াল প্রয়োজন হবে। প্রতিটি ভায়ালের দাম হবে বাংলাদেশি মুদ্রায় ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে। অর্থাৎ যারা পাঁচ দিন চিকিৎসা নেবেন তাদের রেমডেসিভির ওষুধ কিনতে খরচ হবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। আর যারা দশ দিন চিকিৎসা নেবেন তাদের খরচ পড়বে ৬০ হাজার টাকার মতো।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজাও জানান, তাদের প্রতিষ্ঠানের তৈরি করা রেমডেসিভিরের প্রতিটি ভায়ালের দাম ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর