শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন খোলার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

প্রতিদিন ডেস্ক

লকডাউন খোলার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

করোনাভাইরাস বা কভিড-১৯ উ™ভূত পরিস্থিতিতে দেশে দেশে চলছে লকডাউন। কিন্তু অর্থনীতি বাঁচাতে অনেক দেশে লকডাউন তুলে নেওয়া বা সীমিত করার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সূত্র : রয়টার্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘লকডাউন যদি তুলতেই হয়, তাহলে তা তুলুন অতি সাবধানে। না হলে এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে আক্রান্তের সংখ্যা।’ বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। তিনি আরও জানান, করোনা আক্রান্ত দেশগুলোকে করোনার সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপে আরও সতর্ক হতে হবে। হু বলছে, লকডাউন তুলে নিলে বা শিথিল করলে ভাইরাস ফিরে আসার প্রবণতা রয়েছে। তবে হুর এসব আশঙ্কা মানতে চাইছে না অনেক দেশ। এরই মধ্যে ইতালি, স্পেন ও জার্মানিতে লকডাউন শিথিল করা হয়েছে।

সর্বশেষ খবর