শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

দেশে আরও সাতজনের মৃত্যু নতুন শনাক্ত ৭০৯

নিজস্ব প্রতিবেদক

দেশে আরও সাতজনের মৃত্যু নতুন শনাক্ত ৭০৯

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাস আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭০৯ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪। গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষা হয়েছে ৩৫টি ল্যাবে। আমাদের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ল্যাব। নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। তাদের ৫ জন পুরুষ, ২ জন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০১ জন। গতকালের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১০৩ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪০ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৯০ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জে নতুন করে ১ চিকিৎসক ও ৪ পুলিশসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৪৩ জনের। এদিকে চট্টগ্রামে এক দিনে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জামালপুরে ১ চিকিৎসক, ৯ স্বাস্থ্যকর্মীসহ এক দিনে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১০৩ জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায়  মোট শনাক্ত রোগী ১৪ জন। দিনাজপুরে নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩৬ জন। চুয়াডাঙ্গায় ২ জন সেবিকাসহ আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ২৪ জন। এদিকে ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৩৩ জনের নতুন করে পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তাদের তৃতীয়বার পরীক্ষা করা হবে। জেলায় মোট আক্রান্ত ৩৩ জন। মাগুরায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৮ জন। নওগাঁয় দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৬০ জন। টাঙ্গাইলে নতুন করে এক চিকিৎসকসহ দুজনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৪৬ জন। গাজীপুরে নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১০ জন পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুরে নতুন করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লা নগরীতে আরও ২ জনসহ জেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩৪ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেল।

সর্বশেষ খবর