শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত পুলিশের চিকিৎসা ইমপালস হাসপাতালে

আরও ১৪৪ পুলিশ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে পুলিশের আরও ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯-এ। এ পর্যন্ত মারা গেছেন ছয় পুলিশ সদস্য।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্যানুযায়ী গতকাল এ তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। এর মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি। গতকাল করোনা যুদ্ধে জয়ী ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদিকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীর ইমপালস হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য হাসপাতালটি ভাড়া করা হয়েছে। শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি ব্যবহার করবে পুলিশ। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহায়তায় স্বল্পতম সময়ে এ হাসপাতালে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থার প্রক্রিয়া সম্ভব হয়েছে। ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালের মধ্যে এ-সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শিগগির সেখানে চিকিৎসা প্রদান শুরু হবে। ডিএমপিসূত্র জানান, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সদর দফতর জানায়, সুস্থ হয়ে গতকাল বিকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১৮ পুলিশ সদস্যকে পরপর দুবার কভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর