সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

সর্বোচ্চ মৃত্যু সর্বোচ্চ আক্রান্ত

বিশেষ প্রতিনিধি

সর্বোচ্চ মৃত্যু সর্বোচ্চ আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ২২৮ জন। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ১৪ হাজার ৬৫৭ জন শনাক্ত হলেন। কভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে বলেন, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা। দেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫ শতাংশ। অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আখতারুজ্জামান মজুমদার (৯০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ণ ভাতুয়া। আক্তারুজ্জামান ঢাকার মিরপুরে ছেলের বাসায় করোনাভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার এক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন তার সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা : নীলফামারী : জেলার জলঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী এই নারী শনিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। তিনি গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা এলাকার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপেজলায় এ পর্যন্ত যারা পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে ৫ সরকারি কর্মকর্তাসহ ১০ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। ৫ সরকারি কর্মকর্তা ছাড়া অন্যরা হচ্ছেন- একজন সরকারি কর্মকর্তার স্ত্রী, এক সরকারি কর্মকর্তার ২ বছরের মেয়ে এবং উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা ২ জন পুরুষ ও ১ জন নারী। গত ২ মে রাঙ্গুনিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়, যিনি ইউএনও কার্যালয়ে কর্মরত একজন নারী। বগুড়া : বগুড়ায় ২ নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বগুড়া পুলিশ লাইনসে আইসোলেশনে রয়েছেন। গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে তারা বগুড়ায় বদলি হয়ে আসেন। এ নিয়ে বগুড়ায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। গাজীপুর : জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ মোট ৩৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে জেলায় ১০ জন আক্রান্ত হলেন। গতকাল সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়। দিনাজপুর : বিরামপুরে ১ নারী (৩৫) এবং ২ জন পুরুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২ পুরুষের একজনের বয়স (২৩), অন্যজনের (৩০) বছর। নতুন আক্রান্তের ৩ ব্যক্তিই পোশাকশ্রমিক। ওই ৩ করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ জনে। যার মধ্যে পুরুষ ৩১ জন, নারী ৮ জন ও শিশু ২ জন রয়েছে।  বিশ্বনাথ (সিলেট) : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে করোনার কোনো উপসর্গই ছিল না। তবুও তিনি গত ৪ মে নমুনা পরীক্ষার জন্য পাঠান। গতকাল তার রিপোর্ট থেকে জানা যায়, তিনি করোনা পজিটিভ। এ উপজেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনজনে। নারায়ণগঞ্জ : করোনা হাসপাতালের (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) ল্যাবে শনিবারের নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জনকে নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এর আগে শনিবার ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে। এ ছাড়া নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরিয়া) নতুন করে এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে মোট ১৫ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো। সদর হাসপাতালে কর্মরত আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে এখানে ২ চিকিৎসকসহ মোট ১৫ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো। কুমিল্লা : কুমিল্লায় আরও ১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫১ জনে। নতুন আক্রান্ত হওয়া চিকিৎসক জেলার মুরাদনগর উপজেলার একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। শনিবার সদর হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসকও আক্রান্ত হন। নোয়াখালী : জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। গত ৬ মে তাদের শরীরে নমুনা সংগ্রহের পর ৯ মে রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে ১ জন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নেয় বাসিন্দা, পেশায় ব্যাংক কর্মকর্তা। অপর ২ জনের ১ জন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের মাদ্রাসা শিক্ষক। অপরজন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা করোনা আক্রান্ত। ময়মনসিংহ : জেলায় সর্বশেষ পাওয়া তথ্যমতে ২০০ পেরিয়েছে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে ৮ জনের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

তাদের মধ্যে গফরগাঁওয়ের ৫, হালুয়াঘাটের ২ ও সদরের ১ জন রয়েছেন। এ নিয়ে মোট ২০৩ জন আক্রান্ত হলেন। অপরদিকে আক্রান্তদের মধ্যে মোট ৫ জন মারা গেছেন।

কক্সবাজার : জেলায় আরও ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরের ৬ জন, পেকুয়ার ২ জন, চকরিয়ার ১ জন ও উখিয়ার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯১ জনে।

সর্বশেষ খবর