সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ঘৃণা ও বিদ্বেষের সুনামি বন্ধের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক

ঘৃণা ও বিদ্বেষের সুনামি বন্ধের আহ্বান

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারীর চেহারা নেওয়ার পর থেকেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিদেশিভীতি চেপে বসেছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। কখনো কখনো সেই ঘৃণা বাস্তবে চোখে পড়ছে। রাস্তা-ঘাটে এর প্রতিফলন চোখে পড়ছে। মুসলিম বিদ্বেষেও পরিণত হচ্ছে। সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, যারা এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন, তাদের শুধু তাদের পেশার জন্য ঘৃণার মুখোমুখি হতে হচ্ছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস গতকাল তার টুইটার অ্যাকাউন্টে বিশ্বব্যাপী ‘ঘৃণা ও বিদ্বেষের সুনামি’ মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করার এই আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব মনে করছেন, অনেক ক্ষেত্রেই শরণার্থীদের করোনার উৎস হিসেবে দেখা হচ্ছে। এমনকি তাদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা পর্যন্ত দেওয়া হচ্ছে না। অ্যান্তোনিও গুতেরেস এদিন পৃথিবীর সব প্রান্তের সব মানুষকে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুরোধ করেছেন। বিভিন্ন রাষ্ট্রের নেতাদের কাছে তার অনুরোধ, অবিলম্বে এই ঘৃণা ও বিদ্বেষের আবহ বন্ধ করতে হবে। সংবাদমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তিনি অনুরোধ করেছেন ঘৃণা ছড়ায় এই ধরনের তথ্য সরিয়ে দিয়ে, আরও বেশি শিক্ষামূলক তথ্য ছড়িয়ে দিতে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, বর্তমানে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর পটভূমিতে তারা যেন ডিজিটাল জগত সম্পর্কে শিক্ষার ওপর মনোযোগ দেয় এবং শিক্ষার্থীদের শেখায় কীভাবে ভুয়া তথ্যের কাছে পরাজয় স্বীকার না করতে হয়। তিনি বলেছেন, অনলাইনে এবং পথেঘাটে দৈনন্দিন জীবনে বিদেশিদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের মনোভাব ছড়িয়ে পড়েছে। ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে এবং কভিড নাইনটিনকে কেন্দ্র করে মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটছে।

সর্বশেষ খবর