শিরোনাম
সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের কঠোর সমালোচনায় ওবামা

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের কঠোর সমালোচনায় ওবামা

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস মোকাবিলায় উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প যেভাবে সাড়া দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্র : সিএনএন। গত শুক্রবার রাতে ভিডিও কনফারেন্সে নিজের নির্বাচনী প্রচার ও প্রশাসনে কাজ করা সাবেক কর্মীদের জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনী দলের পক্ষে কাজ করতে উৎসাহিত করার সময় ওবামা এ সমালোচনা করেন।  সাবেক এ প্রেসিডেন্ট করোনাভাইরাস মহামারী  মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের পদক্ষেপগুলোকে ‘চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়’ বলে অভিহিত করেন। কভিড-১৯  মোকাবিলায় যুক্তরাষ্ট্র যেভাবে সাড়া দিচ্ছে তার জন্য ট্রাম্প প্রশাসনকে যেভাবে চালাচ্ছেন, তাও অংশত দায়ী বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, এমনটা হলে সরকারের সেরাটা দিয়েও ফল খারাপই হতো। যখন সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি হয় ‘আমার জন্য এতে কী আছে’ আর ‘অন্যরা চুলোয় যাক’-তখন এ ধরনের চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়ই দেখা যাবে।

 যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশটির সাবেক জাতীয় ?নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভিডিও কনফারেন্সের কথোপকথনে ওবামা তারও সমালোচনা করেন। এদিকে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে ওবামার করা সমালোচনাকে উড়িয়ে দিয়েছে  হোয়াইট হাউস। এক মুখপাত্র বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের অভূতপূর্ব পদক্ষেপসমূহ যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিকের জীবন বাঁচিয়েছে।’

সর্বশেষ খবর