মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা
কঠিন সময়ের মে মাস

এক দিনে আক্রান্ত হাজার ছাড়াল মৃত্যু ১১

বিশেষ প্রতিনিধি

দেশে এক দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। এ সময় একদিনে ১১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। এর মধ্যে একদিনে ২৫২ জন সুস্থ হয়েছেন। এ যাবৎ সবমিলিয়ে সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন। এদিকে চলতি মে মাস করোনাভাইরাস সংক্রমণের কঠিন সময় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা আভাস দিয়েছেন, মে মাসের তৃতীয় সপ্তাহ করোনাভাইরাস সংক্রমণ চরম আকার ধারণ এবং পরবর্তী বেশ কদিন এই পরিস্থিতি স্থির থাকতে পারে। তারা প্রত্যাশা করেছেন, জুন মাসের শেষ নাগাদ সংক্রমণের মাত্রা অনেকাংশে কমে যাবে। গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। দেশে করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ। এখন পর্যন্ত ঢাকা শহর ও ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩৭টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে সাত হাজার ২০৮টি নমুনা। সব মিলিয়ে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা- মাগুরা : ঢাকা থেকে আসা এক গণমাধ্যম কর্মীসহ জেলায় দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই গণমাধ্যমকর্মী ঢাকা ট্রিবিউন অনলাইন বিভাগে কর্মরত। গতকাল পর্যন্ত মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জন। নতুন আক্রান্ত গণমাধ্যম কর্মীর বাড়িসহ শহরের কলেজ পাড়া, নিজনান্দুয়ালী গ্রামের একটি বাড়ি ও একটি সড়ক লকডাউন করেছে প্রশাসন। এ নিয়ে মাগুরায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ জনে। যাদের মধ্যে তিনজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। ফেনী : ফেনীতে নতুন করে দুই চিকিৎসক, পাঁচ স্বাস্থ্যকর্মীসহ আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে এ পর্যন্ত ১৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। দিনাজপুর : দিনাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ দুই নারী, ছয় পুরুষ এবং এক শিশুসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ জনে। যার মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১০ জন ও তিন শিশু রয়েছে। চুয়াডাঙ্গা : জেলায় নতুন আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত দুজনেরই বাড়ি সদর উপজেলার বড়শলুয়া গ্রামে এবং তারা একই পরিবারের সদস্য। এদের একজন নারী ও একজন পুরুষ।

সর্বশেষ খবর