মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল আদালতে প্রথম রিট

হাই কোর্টে তিন জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক

দেশের বিচার বিভাগে গতকাল যাত্রা হওয়া ভার্চুয়াল কোর্টে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে প্রথম কোনো রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চে ইমেইলের মাধ্যমে এ রিট আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল কাইয়ুম লিটন। এদিকে হাই কোর্টে ডিজিটাল পদ্ধতিতে তিনটি জামিন আবেদনও দাখিল করা হয়েছে গতকাল। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চে আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন, আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী মো. শাহীন মিয়া নিজ নিজ মক্কেলের পক্ষে একটি করে জামিন আবেদন দাখিল করেন। আজ এসব আবেদনের ওপর ভার্চুয়াল আদালতে শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানান। অন্যদিকে ভার্চুয়াল কোর্টে আবেদন করে কুমিল্লায় এক আসামি জামিন পেয়েছেন বলে জানিয়েছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি। আমাদের আদালত প্রতিবেদক জানান, ঢাকার আদালতে ভার্চুয়াল কোর্টে শুনানি গ্রহণের জন্য আদালত গঠন করা হয়েছে। ভার্চুয়াল কোর্টে রিটের বিষয়ে রিটকারী আইনজীবী আবদুল কাইয়ুম লিটন বলেন, ‘ভার্চুয়াল আদালতে মনে হয় আমিই প্রথম রিট আবেদন করলাম। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনটি জমা দিয়েছি। আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না- এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। আবেদনে মৎস্য ও পশু সম্পদ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।’

হাই কোর্টে তিন জামিন আবেদন : ভার্চুয়াল পদ্ধতিতে শুনানির জন্য গতকাল হাই কোর্টে তিনটি জামিন আবেদন দাখিল করেছেন পৃথক তিন আইনজীবী। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এখন এসব আবেদন কতটুকু জরুরি তা যাচাইয়ের পর শুনানির জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজলিস্টে তালিকাভুক্ত হবে। এরপর ভিডিও কনফারেন্সে নির্ধারিত সময়ে আবেদনের ওপর শুনানি হবে, যেখানে আদালত, আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্ত থাকবেন। এ বিষয়ে আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন বলেন, ‘প্রতিটি জামিনই জরুরি। কিন্তু এক বছর ধরে আমার মক্কেল কারাগারে। তার জামিন দরকার। এ জামিন আবেদন আগেও করেছিলাম। কিন্তু তখন শুনানি হয়নি।’ ‘ভার্চুয়াল কোর্টের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অন্য দেশে আগে থেকে ছিল। এটা সময়ের দাবি। আমরা একটি বিশেষ পরিস্থিতিতে শুরু করেছি। এটা ভালো উদ্যোগ।’ আইনজীবী শিশির মনির বলেন, ‘সংগ্রাম সম্পাদক আবুল আসাদের জামিন আবেদন করেছি। তিনি বয়োবৃদ্ধ ও অসুস্থ। তাই তার জামিন আবেদন করেছি।’ তবে শাহীন মিয়া বলেন, ‘আমি ইমেইলে একটি সামারি পাঠিয়েছি। যদি ভালো ফিডব্যাক পাই, তাহলে পরিপূর্ণ জামিন আবেদন করব।’

ঢাকার আদালত : ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চারজন মহানগর হাকিমকে দায়িত্ব দিয়ে চারটি ভার্চুয়াল কোর্ট গঠন করেছে। গতকাল দুপুরের দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত এ আদেশ জারি করেন। মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনছারী ভার্চুয়াল কোর্ট-১-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ভার্চুয়াল কোর্ট-২-এর বিচারক হিসেবে সাদবীর ইয়াছির আহসান চৌধুরী, ভার্চুয়াল কোর্ট-৩-এর বিচারক হিসেবে দেবদাস চন্দ্র অধিকারী ও ভার্চুয়াল কোর্ট-৪-এর বিচারক হিসেবে রাজেশ চৌধুরী দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগরীর থানাগুলোকে চার ভাগে ভাগ করে চারজন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে। থানা অনুযায়ী মামলার আসামিদের পক্ষে জামিন শুনানির আবেদন করতে চারটি ইমেইল ও ইফাইলিং লিঙ্ক দেওয়া হয়েছে, যার মাধ্যমে জামিন আবেদন করতে হবে। একইভাবে ঢাকার মুখ্য বিচারিক হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম ঢাকা জেলার থানাগুলোয় দায়ের করা মামলার আসামিদের জামিন শুনানির জন্য দুটি ভার্চুয়াল কোর্ট গঠন করেছেন। বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান সিকদার ও রাজীব হাসান যথাক্রমে ভার্চুয়াল কোর্ট-১ ও ২-এর দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। মহানগর দায়রা জজ এবং ঢাকা জেলা ও দায়রা জজও জরুরি জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। একই প্রক্রিয়ায় জামিনের আবেদন করতে হবে। সারা দেশের আদালতসমূহে একই প্রক্রিয়ায় জামিন শুনানি হবে। ইতিমধ্যে ভার্চুয়াল আদালত গঠন করা হয়েছে।

কুমিল্লায় প্রথম জামিন : কুমিল্লা প্রতিনিধি জানান, ভার্চুয়াল কোর্টে জামিন আবেদনের শুনানির পর কুমিল্লায় সারোয়ার নামে এক আসামিকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ ওই আসামির জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে পাপলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম ও আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নেন। আইনজীবীরা জানান, তিতাস থানার একটি মারামারি মামলায় ওই আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ।

সর্বশেষ খবর