শিরোনাম
মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

কিটের সাময়িক সনদ চান জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

কিটের সাময়িক সনদ চান জাফরুল্লাহ

কার্যকারিতা পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কিট নিচ্ছে না অভিযোগ করে সরকারের কাছে সাময়িক সনদ চাইলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি গণস্বাস্থ্যের পক্ষ  থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমা চাইছি, আমাদের অপারগতার জন্য। আমাদের দুর্ভাগ্য, ব্যর্থতা, অপারগতা, বিএসএমএমইউর কাছে কিট পৌঁছাতে পারিনি। আমাদের কিট আছে, কিন্তু তাদের নিয়ে যাওয়ার জন্য যে পত্র সেটা আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।’ গতকাল বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বুঝাতে সক্ষম হইনি, এটা কতটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। কতটা দ্রুত করা দরকার। এ সময় আমরা জাতির জন্য কিছুটা হলেও সাহায্য করতে পারতাম। হয়তো সবকিছুর পরিবর্তন করতে পারতাম না। কিন্তু মানসিকভাবে মানুষকে একটা স্বস্তি দিতে পারতাম।’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘জাতির এ ক্রান্তিলগ্নে আমরা সরকারের কাছে একটা আবেদন করতে চাইছি, যতদিন পর্যন্ত তুলনামূলক রিপোর্টটা না আসে- ততদিন আমাদেরকে সাময়িক সনদপত্র দেন।

যাতে আমরা  মানুষের করোনা হয়েছে কি হয়নি- এ পরীক্ষাটুকু করে দিতে পারি।’ অভিযোগ করে তিনি বলেন, ‘কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ যে কমিটি করেছিল, তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়নি। প্রতিটি ধাপে ধাপে তাদের অনুমতি নিতে হচ্ছে। চিঠি ভাইস চ্যান্সেলরের দফতরে আছে। তার চূড়ান্ত অনুমোদন শেষে এ কমিটি আমাদের জানাবেন, তখন আমরা আমাদের প্রয়োজনীয় উপকরণ তাদের দেব।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কিট আছে, আমরা দাবি করছি এটা কার্যকর। কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের অনুমোদনের দ্বার পর্যন্ত পৌঁছাতে পারিনি। প্রতিদিন সাংবাদিক আমাদের ফোন করেন আমরা বলি কালকে, কালকে। গণস্বাস্থ্য প্রতিদিন ২০০ থেকে ৩০০  কিডনি রোগীর ডায়ালাইসিস করে থাকে। রোগী আসে করোনা পজিটিভ, তাদের ডায়ালাইসিস করা সম্ভব হয় না। তাই জনসাধারণের কাছে আবেদন করছি, আমাদের হাসপাতালের আশপাশে কেউ ৫ হাজার স্কয়ার ফুট জায়গা দিলে আমরা সেখানে দ্রুত মেশিন বসিয়ে করোনা আক্রান্ত ১০০ জনের ডায়ালাইসিস প্রতিদিন করে দিতে পারি।’

সর্বশেষ খবর