শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

পুলিশে আক্রান্তের সংখ্যা বাড়ছেই

ফায়ার সার্ভিসের ২০ কর্মী

নিজস্ব প্রতিবেদক

দেশে গতকাল আরও ১৭ জন পুলিশ সদস্য নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪৩ জনে। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৯ জন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১৫২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩ হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ইমপালস হাসপাতালও ভাড়া নেওয়া হয়েছে। গতকাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা জানান, তাদের ২০ জন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত কর্মীদের বেশিরভাগই সদরঘাট, পোস্তগোলা ও সদর দফতরের। তাদের পূর্বাচলের ফায়ার সার্ভিস অ্যাকাডেমিতে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কারণ তাদের বেশিরভাগের মধ্যেই কোনো উপসর্গ নেই কিংবা মৃদু উপসর্গ রয়েছে।

করোনা জয় করলেন আরও ১২ পুলিশ সদস্য : উন্নত চিকিৎসার ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে গতকাল বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর