শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছে করোনা

বিশ্বে আক্রান্ত ৪৫ লাখ, মৃত ৩ লাখ

প্রতিদিন ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে রোগমুক্ত হওয়ার সংখ্যা ১৬ লাখ ৬৯ হাজার মানুষ। বর্তমানে করোনা সবচেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপে। এ মহাদেশের ভিতর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা যুক্তরাজ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে ইউরোপেই করোনার থাবা এখন সব থেকে জোরালো। গোটা বিশ্বে করোনায় যত মারা গেছে, তার অর্ধেকের বেশি গেছে ইউরোপেই। ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। আবার রাশিয়ায় মৃত্যু কম হলেও সংক্রমণ বাড়ছে রকেটের গতিতে। ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যু ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। গত রাত পর্যন্ত ইউরোপে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৫৫ জনের। ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণে স্পেন শীর্ষে থাকলেও মৃত্যুর শিখরে রয়েছে ব্রিটেন। ইউরোপে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বুধবার গভীর রাত পর্যন্ত  স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৯৫। ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানিকে ফেলে দুইয়ে উঠে এসেছে রাশিয়া। এখানে মোট আক্রান্ত ২ লাখ ৪২ হাজার ২৭১। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হন ১০ হাজার ২৮ জন। তিনে থাকা ব্রিটেনে আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ৭০৫ জন। ইতালিতে ২ লাখ ২২ হাজার ১০৪ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৮২৪ জন। মৃত্যুতে শীর্ষে থাকা ব্রিটেনে এ পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ১৮৬ জন। এর মধ্যে বুধবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৪ জনের। ওই ২৪ ঘণ্টায় ইতালিতে ১৯৫ জনসহ মৃত্যু বেড়ে হয়েছে ৩১ হাজার ১০৬। রাশিয়ায় এক দিনে ৯৬ জনের মৃত্যু হয়েছে। সুইডেনে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর