শিরোনাম
শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

অ্যান্টিবডি পরীক্ষায় ব্রিটেনে বড় অগ্রগতি

প্রতিদিন ডেস্ক

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে। তারা বলছে, এটি খুবই ইতিবাচক অগ্রগতি। উদ্ভাবিত এ পরীক্ষা পদ্ধতি ইংল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদন পেয়েছে। সূত্র : বিবিসি।

প্রসঙ্গত, মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হলো অ্যান্টিবডি পরীক্ষা। এতে রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হবে, কারও শরীরে এরই মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, যার ফলে তার এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। খবরে বলা হয়, ব্রিটেনের সরকার এরই মধ্যে ১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে অ্যান্টিবডি পরীক্ষার সরঞ্জাম কিনেছে। বিভিন্ন সূত্র জানিয়েছেন, রোশের উদ্ভাবিত পরীক্ষা পদ্ধতি এ যাবৎ প্রথম সবচেয়ে সম্ভাবনাময় পরীক্ষা পদ্ধতি। ব্রিটেনের সরকারি গবেষণাগারে গত সপ্তাহে রোশের এ পরীক্ষা পদ্ধতির মান ও কার্যকারিতা যাচাই করা হয়। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এটা প্রথমে জাতীয় স্বাস্থ্যসেবার স্বাস্থ্যকর্মী ও সামাজিক কেয়ার ব্যবস্থার কর্মীদের ব্যবহারের জন্য দেওয়া হবে। যুক্তরাজ্যের করোনাভাইরাস টেস্টিং কর্মসূচির জাতীয় সমন্বয়ক অধ্যাপক জন নিউটন বলেছেন, ‘এটা খুবই ইতিবাচক অগ্রগতি, কারণ সংক্রমণের পর খুবই সুনির্দিষ্টভাবে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষার সম্ভাবনা এ রোগ প্রতিরোধের ব্যাপারে একটা আস্থার জায়গা তৈরি করবে।’ উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার চিকিৎসা নিয়ন্ত্রকরাও রোশের এ পরীক্ষা পদ্ধতি অনুমোদন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর