শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

সম্মিলিতভাবে কারিগরি কমিটি করুন

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিতভাবে কারিগরি কমিটি করুন

‘করোনা : শ্রমজীবীদের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ‘চলমান সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে সবাইকে নিয়ে একটি কারিগরি কমিটি করা’র দাবি জানিয়েছেন। বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় তিনি সরকারের উদ্দেশে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় তাদের দায়িত্ব দিন। শ্রমিকদের দাবি মেনে নিন। তিনি বলেন, ‘সরকারের সমস্ত ব্যর্থতা সত্ত্বেও আমরা সবাই যদি ঘুরে দাঁড়াতে পারি, নিশ্চয়ই উই উইল সাইরভাইভ।’ জাকির হোসেনের সভাপতিত্বে গোলটেবিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক এম এ মান্নান মিয়া, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডাকসু ভিপি নুরুল হক নূরু, মাওলানা মুনির হোসেন কাশেমী, রফিকুল ইসলাম পথিক, তাসলিমা আখতার, জসিম উদ্দিন, গোলাম ফারুক প্রমুখ বক্তব্য দেন। মাহমুদুর রহমান মান্না সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা এত অসহায়, আমাদের হাত-পা বাঁধা। এই রকম একটা সিন্দাবাদের ভূত আমাদের কাঁধে।’ করোনাভাইরাস দুর্যোগে দেশের বিত্তবানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, ‘এক বিলগেটস দিয়েছেন ৪৪ বিলিয়ন ডলার, করোনা পরিস্থিতিতে সহযোগিতা করেছেন। চীনের জ্যাকমা ৪০ বিলিয়ন, ভারতের শাহরুখ খান-সালমান খান-আমির খান দিয়েছেন ২০০ কোটির ওপরে। আমাদের দেশের বড় লোকরাই সব ফকির। কেউ কোনো টাকা দিতে পারেন নাই। কী কারণে বলেন তো? আমাদের দেশের লাখো-কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, কিন্তু তারা কেন টাকা দিতে পারে নাই?’ সভায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকারকে তার ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। এটা স্বীকার করে অবিলম্বে বিভিন্ন সংগঠন, বিশেষজ্ঞ তাদের নিয়ে একটি জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করতে হবে।

এই কমিটিকে দায়িত্ব দিতে হবে, এই ভয়াবহ করোনা দুর্যোগ থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এবং কীভাবে আমাদের গরিব অসহায়দের বাঁচাতে পারি। তাদের ২/৫ বেলা খাবার দিয়ে কিছু হবে না, একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের রক্ষায় মালিকদের এগিয়ে আসতে হবে। ৪০ বছর গার্মেন্ট মালিকরা ব্যবসা করেছেন। কোথায় তাদের টাকা?’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর