শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় রূপালী ব্যাংক কর্মকর্তা ও ব্র্যাক পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা ও বেসরকারি সংস্থা ব্র্যাকের একজন পরিচালক মারা গেছেন। 

রূপালী ব্যাংক কর্মকর্তার নাম শহীদুল ইসলাম খান (৪৯)। গতকাল রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দীন আহমদ গত বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফতাব উদ্দীন আহমদ রাজধানীর সিএমএইচ হাসপাতালে ফুসফুসজনিত জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা জানান, তিনি কভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গেছে, রূপালী ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। গত তিন দিন ধরে তার অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভেন্টিলেটর দিয়ে তাকে নিবিড় পরিচর্যা বিভাগে রাখা হয়েছিল। সেখানেই তিনি গতকাল সন্ধ্যায় মারা যান। শহিদুল ইসলাম খান রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর