শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী ও খিলগাঁওয়ে র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন আবদুল জলিল (৪৫) ও বিল্লাল ওরফে চাপাতি বিল্লাল (২৯)। র‌্যাব-পুলিশ বলছে, নিহতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, করোনার এই দুর্যোগের মধ্যেও জলিল তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে মাদক ব্যবসার খবর পেয়ে র‌্যাবের একটি দল বনানীর টিঅ্যান্ডটি কলোনির বটতলায় যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা  র‌্যাবকে দেখে পালাতে থাকে। র‌্যাব তাদের আটকের চেষ্টা করলে তারা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। জলিলের সহযোগীরা পালিয়ে যান। এ সময় একজন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেন, নিহত জলিল মাদকের ডিলার। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে বিল্লালকে গোড়ান থেকে গ্রেফতার করে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গ্রেফতারের পর বিল্লালকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গভীর রাতে বের হলে শেখের জায়গা এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে বিল্লাল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ খিলগাঁও থানায়ই ১৬টি মামলার আসামি ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর